ডিভোর্সের আবেদন করেছেন ট্রাম্প জুনিয়রের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১৪:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আজ শুক্রবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

খবরে বলা হয়, সাবেক মডেল ও অভিনেত্রী ভেনেসা ট্রাম্প নিউইয়র্কের একটি আদালতে ‘আনকনটেস্টেড ডিভোর্সের’ আবেদন করায় আইনি প্রক্রিয়া চলার সময় সন্তানদের হেফাজত এবং সম্পদ নিয়ে কোনো শুনানি হবে না।

৪০ বছর বয়সী এ দম্পতির ২০০৫ সালে বিয়ে হয় এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।

পেজ সিক্সে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বলেন, ‘বিয়ের ১২ বছর পর আমরা দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরকে অত্যন্ত সম্মান করি।’

ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রকাশ করা ওই বিবৃতিতে এই সময়ে নিজেদের গোপনীয়তা রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

কি কারণে ভেনেসা বিচ্ছেদের আবেদন করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমে এ দম্পতির মধ্যে বিরোধের খবর এসেছিল। তখন ট্রাম্প জুনিয়রের অতিরিক্ত ভ্রমণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তিকে বিরোধে কারণ বলা হয়েছিল।

এছাড়া, বাবা প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প অর্গানাইজেশনের অনেক ভার ট্রাম্প জুনিয়রের কাঁধে এসে পড়েছে। যে কারণে স্বাভাবিকভাবেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন।

প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, যদিও তিনিই এখনও তার হোটেল, গলফ কোর্স এবং আরও শত শত ব্যবসার মালিক। কিন্তু তার বড় দুই ছেলেই এখন সেগুলো দেখাশুনা করছে।

ভাই এরিক ট্রাম্পের মত ট্রাম্প জুনিয়রও ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার নাগরিকদের যোগাযোগ নিয়ে বিতর্কেও ট্রাম্প জুনিয়রও জড়িয়ে পড়েছেন।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ক্ষুব্ধ ইসরায়েল, চলছে তদবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :