কুতুপালং বাজারে আগুনে পুড়লো ৫ কোটি টাকার মালামাল

উখিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১৫:২১

উখিয়ার রো‌হিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজা‌রে আগুনে ৪০টি দোকানের প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে কুতুপালং বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করে বাজারের আগুন লাগে। এসময় বাজারের ব্যবসায়ীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর পেয়ে উখিয়া সিভিল ডিফেন্স ও সেনাবাহিনীর একটি টিম যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর আগেই ৪০ টি দোকানের মালামাল পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া থানা পুলিশও উদ্ধার কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের এসও জহির জানিয়েছেন, বিদ্যু‌তের শর্ট সা‌র্কিট থে‌কে আগুনের সূত্রপাত ব‌লে ধারণা করা হ‌চ্ছে। আগুনে ওষুধ, মুদি, কম্পিউটার, মোবাইল শপ, চা দোকানসহ প্রায় ৪০টি দোকানের মালামাল পড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি।

ক্যাম্প এলাকায় দায়িত্বরত উখিয়া পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক( এসআই) বোরহান উদ্দিন জানান, রাত ২টার দিকে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :