নাজিরহাট পৌরসভা নির্বাচনে ১১ প্রার্থীকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১১ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রবিবার রাতে ও সোমবার সকালে একাধিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরনবিধি লঙ্ঘনের অভিযোগের পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক পৌরসভার নির্বাচনি এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করে এর সত্যতা পান। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১১ কাউন্সিলর প্রার্থীকে ১ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ৪নং ওয়ার্ড থেকে মোহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ আলী, মুহাম্মদ মহি উদ্দিন, মো. হোসেন, ৮নং ওয়ার্ড থেকে মো. শাহনেওয়াজ সেবুল, মোহাম্মদ খালেদ মাহমুদ, মোহাম্মদ করিম, মোহাম্মদ মানিক, ৯নং ওয়ার্ড থেকে মোহাম্মদ সোলাইমান, আবুল হোসেন, সংরক্ষিত (৪,৫,৬) মোছা. শামসুন নাহার।
পর্যায়ক্রমে অন্যদের থেকেও জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/প্রতিনিধি/ওআর)