বিশ্বকাপ নিয়ে ফ্রান্স ভক্ত জহিরের স্বপ্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২৩:২২ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৮, ২০:৪৬

ফরিদপুরের টগবগে তরুণ জহির। যার পুরো নাম মো. জহিরুল ইসলাম জহির। যার চোখে-মুখে প্রতিনিয়ত লেগে থাকে এক স্বপ্নময় হাসি। স্বপ্ন দেখেন ফুটবল নিয়ে, স্বপ্ন দেখেন তার প্রিয় দল ফ্রান্সকে নিয়ে।

এই তরুণ বলেন, আমি বিশ্বাস করি আমার প্রিয় দল ফ্রান্স এবছরও বিশ্বকাপ জয় করবে।

জহির বলেন, বাংলাদেশের নিযুক্ত ফ্রান্সের রাষ্টদূতের সাথে দেখা করে তার মনে লালন করা ফ্রান্সের ফুটবল জয়ের কথাটা বলতে চাই।

সেই ছোট সময় থেকেই ফ্রান্সের ফুটবল তারকা জেনেদিন জিদানের ভক্ত জহির। কথা প্রসঙ্গে এই তরুণ বলেন, ফ্রান্সের প্রতি রয়েছে আমার অকুণ্ঠ ভালোবাসা। আমি স্বপ্ন দেখি- আমার স্বপ্নের দল নিয়ে। স্বপ্ন দেখি সুযোগ পেলে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বলব, ফ্রান্সের ফুটবল দলের প্রতি আমার ভালোবাসার কথা।

এই তরুণ আরো বলেন, আমার স্বপ্ন বিশ্বকাপের ফুটবল মাঠ থেকে আমি ফ্রান্সের সমর্থন যোগাতে চাই।

জহিরের জন্ম ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর গ্রামে। তিনি স্থানীয় সাতৈর আলিয়া মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলীর কনিষ্ঠ পুত্র। জহির ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র।

জহিরের মা ফজরা বেগম বলেন, জহিরের প্রিয় দল ফ্রান্সের যেদিন ফুটবল খেলা থাকে- সে খাওয়া-দাওয়া বন্ধ করে সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকে। খেলার সময় টেলিভিশনের সামনে বসে সমর্থন জোগায় সে। তার হাসি-কান্না সব এই ফুটবল খেলার মাঝে। কখনও খেলায় ফ্রান্সের হার দেখলে হাউমাউ করে কান্না জুড়ে দেয় সে।

জহিরের বাবা ইদ্রিস আলী বলেন, ওর কাছে বসলেই শুধু ফ্রান্স ফুটবল বিশ্বকাপের গল্প। মাঝে মাঝে খুব বিরক্ত হলেও অনেক সময় ওর সমর্থন ও ভালোবাসা দেখে অভিভূত হই।

এই মাদ্রাসা শিক্ষক আরো বলেন, জহির প্রতিনিয়ত আমাদের কাছে ব্যক্ত করে তার একটাই ইচ্ছা সে যেন বাংলাদেশের নিয়ুক্ত ফ্রান্সের রাষ্টদূতের সাথে দেখা করতে এবং ফুটবল প্রেমের কথা বলতে পারে। তার জন্য সে সবার সহযোগিতা কামনা করছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :