৪৭ বছর পর বাড়ি পেলেন বীরাঙ্গনা জাহানারা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০১৮, ২১:১০

স্বাধীনতার ৪৭ বছর ধরে উপেক্ষিত থাকলেও অসহায় বীরাঙ্গনা জাহানারা বেগমকে নিজস্ব অর্থায়নে বাড়ি তৈরি করে দিলেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ উপলক্ষে জয়পুরহাট শহরের খঞ্জনপর মহল্লায় বীরাঙ্গনার নবনির্মিত বাড়ির প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়।

পৌর মেয়রের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন- জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার ওয়ারেস আনছারী, জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাকির হোসেন মন্টু, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া আলোচনা সভা শেষে বীরাঙ্গনাকে দুই হাজার টাকা নগদ অনুদান দেয়ার পরও প্রতি মাসে দুই হাজার টাকা করে অনুদানের অঙ্গিকার করেন জেলা প্রশাসক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

দুই শতক জায়গার উপরে মেয়রের নিজস্ব তহবিল থেকে প্রায় চার লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে বীরাঙ্গনাকে বাড়িটি হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :