ইউরোপে বাঙালি পাড়ায় ফের আগুন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১০:৫৩

বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে লন্ডনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়াইটচ্যাপলের ভ্যালেন্স রোড ও বেথনালগ্রীনের উইভার্স ফিল্ড সংলগ্ন রামসে স্ট্রিটের একটি ৫তলা একটি ভবনে আগুনে পুড়ে গেছে দুটি ফ্ল্যাট।

বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাত্র ৫ দিনের ব্যবধানে সেখানে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। জানা গেছে, কিংসাম হাউজের ৪র্থ তলার ৩০ নম্বর ফ্ল্যাটে আগুনের সূত্রপাত। ফ্ল্যাটটিতে একজন কৃষ্ণাঙ্গ যুবক বসবাস করছিলেন। আগুন লাগার সময় তিনি ফ্ল্যাটে ছিলেন না।

আশপাশের বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। মুহুর্তে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিনসহ অর্ধশতাধিক ফায়ার ফাইটার এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

৬৪টি ফ্ল্যাট বিশিষ্ট ভবনে বসবাসকারী বাসিন্দাদের ৯৫ভাগ বাংলাদেশি বসবাস করেন।

উল্লেখ্য, মাইল এন্ডের ওয়েলিংটন ওয়ের বহুতল ভবনে গত ২৯ জুন শুক্রবার ভয়াবহ আগুনে পুড়ে পুরো একটি ফ্ল্যাট। ক্ষতিগ্রস্থ হয় আরও দুটি ফ্ল্যাট।

(ঢাকাটাইমস/০৫জুন/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :