চাটখিলে আগুনে পুড়ল ১১ দোকান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১২:১৭

নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ১১টি দোকান। এতে দোকানের মালামালসহ অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চাটখিল মধ্য বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ মধ্য বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে স্থানীয় লোকজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে রামগঞ্জ, চৌমুহনী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে মৌসুমী শাড়ী ঘর, মাধুরী শাড়ী বিতান, সাইমা ভিউসহ ৯টি দোকান সম্পূর্ণ ও আরও ২টি দোকান আংশিক পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার স্টেশনের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে সোনাইমুড়ী, রামগঞ্জ ও চৌমুহনী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ বলা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :