ভয়াল প্রেতাত্মা হয়ে ভীষণ মূর্তিতে ছাত্রলীগ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২২:২৫ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৩:৫৬

‘অবৈধ ক্ষমতার বিবর্তনে’ সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগ ভয়াল প্রেতাত্মা হয়ে ভীষণ মূর্তি ধারণ করেছে বলে মনে করেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষাঙ্গনগুলোতে এখন ছাত্রলীগ ও পুলিশের তাণ্ডবে বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিজভী।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠনের নেতা রাশেদ খাঁন এক ভিডিও বার্তায় ‘আপত্তিকর’ বক্তব্য দেয়ার পর গত ৩০ জুন সংগঠনের নেতাদের ওপর হামলা হয়। ১ জুলাই পরদিন গ্রেপ্তার হন রাশেদ। আর হামলার প্রতিবাদে ২ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ছিল আরও বেপরোয়া। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই পিটিয়েছেন তাদের।

আবার এই হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন কয়েকজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক। তাদেরকে আটকও করা হয় কিছুক্ষণের জন্য। যদিও পরে ছেড়ে দেয়া হয়।

রিজভী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে যেভাবে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতন ও নিপীড়ণের শিকার হচ্ছে, যেভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও উদ্বিগ্ন অভিভাবকদের পুলিশি তাণ্ডবের শিকার হতে হয়েছে, যেভাবে শহীদ মিনারে ছাত্রলীগের হাতে ছাত্রীরা লাঞ্ছিত হয়েছে-ছাত্রলীগের এসব তাণ্ডব লগি-বৈঠারই পূনরাবৃত্তি বলে দেশবাসী মনে করে।’

‘প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অবৈধ ক্ষমতার বিবর্তনে ভয়াল প্রেতাত্মা হয়ে ভীষণ মূর্তি ধারণ করেছে।’

সরকারি চাকরিতে কোটার বিষয়টি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের দিকে দ্রুত অগ্রসর হতেও প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন রিজভী। সেই সঙ্গে অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ করেন বিএনপি নেতা।

শেখ হাসিনার আগ্রাসী থাবা সারাদেশে

কাউকে সরকার সভা-সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না অভিযোগ করে রিজভী আরও বলেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে পুলিশ ও দলীয় ক্যাডারদের ব্যবহার সরকার।

শেখ হাসিনার আগ্রাসী থাবায় সারাদেশই এখন বধ্যভূমি অভিযোগ করে বিএনপি নেতা বরলে, ‘গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও দলীয় সন্ত্রাসীদের তাণ্ডবই হলো এখন শেখ হাসিনার টিকে থাকার অবলম্বন।’

শেখ হাসিনা ছাত্রলীগকে কী ছবক দিয়েছেন?

বুধবার রাতে গণভবনে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে তাদেরকে কী ছবক দিয়েছেন তা আল্লাহ মাবুদই জানেন। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের রক্তাক্ত করার বীরত্বে তাদেরকে একইভাবে আগামী নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে নির্দেশ দিয়েছেন বলে মনে হয়।’

‘প্রধানমন্ত্রীর সাথে হামলাকারী ছাত্রলীগ নেতাদের উক্ত বৈঠক নতুন করে প্রতিবাদকারিদের রক্ত ঝরাতে তাদের আরও উৎসাহিত করবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুবদল নেতা গিয়াস উদ্দীন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫জুলাই/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :