একই পরিবারের তিনজন হত্যায় মামলা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৬:৪২

পাবনার বেড়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই হত্যা মামলায় অজ্ঞাতনামাদের নামে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা হত্যার কোন মোটিভ উদ্ধার করতে পারেনি।

বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশীষ বিন হাসান জানান, বুধবার ভোরে সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের বড় ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন, ছোট ভাই তুষার হোসেন ও আপন খালা নছিমন খাতুনকে গলাকেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠে।

এ ঘটনায় বুধবার রাতে নিহত বুলি খাতুন ও নছিমন খাতুনের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। ঘটনার পর অভিযুক্ত তুহিনের স্ত্রী রুনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আর ঘটনার পর থেকে অভিযুক্ত তুহিন পালাতক রয়েছেন।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির মামলার তদন্তের সার্থে বেশি কিছু না জানালেও তিনি বলেন, এই হত্যায় তুহিন জড়িত রয়েছে। কারণ হত্যার পর তার রক্ত মাখা পোশাক ফেলে রেখে সে পালিয়ে যায়।

তবে পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে হত্যার মোটিভ ও আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :