গণস্বাস্থ্য মেডিকেলে ইন্টার্নদের ধর্মঘটের দ্বিতীয় দিন, বিপাকে রোগীরা

মুন্নি আক্তার, গণবিশ্ববিদ্যালয়
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৭:১৬

সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু করা কর্মবিরতির আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন চলছে। কর্মবিরতির দ্বিতীয় দিনে হাসপাতালে রোগীদের হয়রানি লক্ষ্য করা গেলেও ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্টদের।

কর্তৃপক্ষের নিকট থেকে এখনো কোন সদুত্তর না মেলায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি চালু রেখেছেন। আজ দ্বিতীয় দিনে এসে ৬২ জন নব্য ইন্টার্নদের সাথে ভাতা বৃদ্ধির দাবিতে যুক্ত হয়েছেন ৩২ জন ট্রেইনি মেডিকেল অফিসার (টিএমও)। ছয় দফা দাবিতে আজ চিকিৎসকরা হাসপাতাল পরিচালক বরাবর স্মারকলিপি দেন।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু জানান, আমি জানি না তারা কেন কর্মবিরতিতে রয়েছেন। তাদের বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই মুহূর্তে যদি তারা আন্দোলন চালিয়ে যান তাহলে তারা অন্যায় করছেন।

প্রতি বছর লক্ষ লক্ষ টাকা সেমিস্টার ফি বাড়ানো হলেও সেই ২০১২ সাল থেকে ভাতার পরিমাণ রয়ে গেছে ৪৫০০ টাকা। বর্তমান সময়ে একজন চিকিৎসক কিভাবে ৪৫০০ টাকা দিয়ে এক মাস চলবে, তা বারবার বুঝানোর চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ শুনতে অথবা কোনো ব্যবস্থা নিতে রাজি নন।

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা, বাধ্যতামূলকভাবে ভাতা হতে থাকা-খাওয়া বাবদ খরচ কর্তন না করে শুধুমাত্র যারা হোস্টেলে থাকবে তারা যেনো আলাদাভাবে পরিশোধ করতে পারে, সে ব্যবস্থা করাসহ মোট ৬টি দাবি জানান তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন ইন্টার্ন ডাক্তারেরা। তবে ইমার্জেন্সিতে কোন রোগী আসলে তাদের সকল প্রকার সেবা নিশ্চিত করছেন তারা।

এদিকে হাসপাতাল ঘুরে দেখা যায়, নার্সদের সহায়তায় চলছে চিকিৎসা কার্যক্রম। শুক্রবার কোন মেডিকেল অফিসার থাকবেন না যদি কালকেও ইন্টার্নরা কর্মে যোগদান না করেন, তাহলে লেজে-গোবরে অবস্থায় পড়বেন চিকিৎসা সেবা প্রত্যাশীরা।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

সনদ বাণিজ্য: ওএসডি হচ্ছেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

হাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :