বৃষ্টিতে মজুত বিষ পুকুরে, মৎস খামারির মাথার হাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৭:৩৫

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত কীটনাশক কারখানার বিষক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এক মৎস খামারির। অবৈধভাবে আবাসিক এলাকায় গড়ে ওঠা কারখানার অভ্যন্তরে যত্রতত্র ফেলে রেখে যাওয়া কীটনাশক বৃষ্টির পানির সাথে পুকুরে গিয়ে মিশলে সব মাছ মরে যায়।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নলাম এলাকার মরতুজ আলী বেপারী পুকুরের সামনে গিয়ে হতবাক হয়ে পড়েন।

ক্ষতিগ্রস্ত মর্তুজ আলী বলেন, ৪০ বছর ধরে তিনি তার পৈতৃক জমিতে মাছ চাষ করে আসছেন। কিন্তু বুধবার রাতে বৃষ্টিতে এখানকার একটি বন্ধ কারখানার ভেতর মজুত রাখা পরিত্যক্ত কীটনাশক ড্রেন দিয়ে তার পুকুরে নামে। এতে কীটনাশকের বিষক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের মাছ মারা যায়।

এ ব্যাপারে বন্ধ কীটনাশক কারখানাটির মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমনকি জায়গা মালিকের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, বিষক্রিয়ায় পুকুরের মাছ মরে যাওয়ার বিষয়টি তার জানা নেই। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :