কোটা আন্দোলন: ২১ হিসাবে লেনদেনের তথ্য হাছানের কাছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২২:২৪ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ২১:০৭
ফাইল ছবি

কোটা আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং পাঁচটি রকেট একাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র। বলেন, এই আন্দোলন কেবল আর কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা নিয়ে অন্য ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য পাওয়ার কথা জানান ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে গত ১১ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কোনো কোটা থাকবে না। এরপর ২৭ জুন তিনি একই কথা জানান। বলেন এ বিষয়ে কাজ চলছে। কিছুটা সময় লাগবে।

তবে একই রাতে কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁনের এক ভিডিও বার্তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবি জানানো রাশেদের ‘রক্ত গরম হয়ে যাওয়ার পর’ অন্যদেরকেও তিনি আবার আন্দোলনে নামার তাগিদ দেন।

সেই সঙ্গে ‘মনে হয় তার বাপের দেশ’- এই বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। ছাত্রলীগ অভিযোগ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কটূক্তি করা হয়েছে। এরপর তারা কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা করে। আর এক ছাত্রলীগ নেতার মামলার পর রাশেদ খাঁনকে গ্রেপ্তারও করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘কোটা আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং পাঁচটি রকেট অ্যাকাউন্টে লেনদের, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের অশোভন বক্তব্য সব মিলিয়ে এটি শুধুমাত্র কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই।’

‘এর সাথে রাজনীতি যুক্ত হয়ে গেছে এবং এটি নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ানোরও একটি প্রচেষ্টা আছে। বিএনপি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের কাঁধে ভর করে রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলা করার চেষ্টা করছে।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘ছাত্র সমাজের পক্ষ থেকে কোটা বাতিলের পক্ষে যেমন আছে, কোটা রাখার দাবিও আছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে, অনগ্রসর শ্রেণির পক্ষ থেকে। নারীদের পক্ষ থেকেও শুধুমাত্র কোটা বাতিলের দাবি নয়, কোটা বহাল রাখারও দাবি আছে। সেই জন্য সরকারকে সমস্ত পক্ষের কথা শুনেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।’

‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকেই চালু রয়েছে। সাড়ে চার দশক সময় ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি হঠাৎ করে বাতিল করা যায় না। বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয় এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।’

‘সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সরব হওয়ার পেছনে রাজনৈতিক সংশ্লেষ রয়েছে এবং কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে যারা আছে তাদের সাথে কোন কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা ছাত্রলীগের উপর দায় চাপানো সমিচীন নয়।’

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক’ সমাবেশকে ইঙ্গিত করে হাছান বলেন, ‘যখন বাংলাদেশে জীবন্ত মানুষের গায়ে পেট্টল বোমা মেরে শত শত মানুষ পোড়িয়ে অঙ্গার করা হয়েছিল তখন তারা কোথায় ছিল? এখন হঠাৎ করে তারা কোটা আন্দোলনকারীদের পক্ষে কথা বলছে।’

আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপ কমিটির সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :