ময়মনসিংহে বাসররাতে ফাঁসির আসামি গ্রেপ্তার

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ২১:২২

ময়মনসিংহে বাসরঘরের জলসা থেকে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার মনির হোসেন নামে ওই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার দত্তের গ্রামের ইসমত আলীর বাড়িতে একটি বাসরঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির উপজেলার সরিষা ইউনিয়নস্থ বৈরাটি গ্রামবাসীন্দা আব্দুল গফুর তালুকদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার দত্তের গ্রামের ইসমত আলীর মেয়ের সাথে মনিরের বিয়ে হয়। রাতেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, ২০০৯ সালে ১৩ আগস্টের রাতে ঢাকার গুলিস্তানস্থ সিদ্দিকবাজারে আলমগীর হোসেন নামে এক দোকান কর্মচারীকে একদল ছিনতাইকারী গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৯ আগস্ট কদমতলী থানায় মনির হোসেনসহ অপরাপর আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর ২০১৭ সালের ২৭ জুলাইয়ে ঢাকার মেট্রোপলিটনের বিশেষ দায়রা জজ আদালতের হাকিম বিচারক মনির হোসেনসহ তিনজন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।

ওই বছররেই ২৪ অক্টোবর আদালত মনিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ঈশ্বরগঞ্জ থানার এসআই মোহাম্মদ সাফায়েত হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই মনির হোসেন পলাতক ছিলেন। বৃহস্পতিবার আসামিকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :