পুষ্প নগরী কুনমিং

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২২:২২ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৮, ২২:১৭

ফুল হচ্ছে শান্তি ও সৌন্দর্যের প্রতীক। ফুলের ছোঁয়ায় মানুষের মন প্রফুল্ল হয়ে উঠে। একটি ফুলের বাগান গ্রাম, নগর ও বসতবাড়িকে সুশোভিত করে।

এমনি এক পুষ্পশোভিত নগর হচ্ছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং নগরী। এটা দেখতে যেন ফুলে ফুলে ভরা এক সুবিশাল বাগান। গ্রীষ্মের দাবদাহ মুক্ত প্রশান্ত প্রাদেশিক এই রাজধানী ‘বসন্ত নগরী’ হিসেবে পরিচিত।

অপর তিন সাংবাদিকের সঙ্গে এই প্রতিবেদক কুনমিং সফরে গেলে বিভিন্ন জাতের বাহারী ফুলের সুমিষ্ট সৌরভ যেন তাদেরকে এই নগরীতে স্বাগত জানায়। প্রথম দেখায় বিস্মিত হতে হয় যে এ যেন এক পুষ্প নগরী।

চায়না নিউজ সার্ভিসের ইউনান ব্রাঞ্চের সম্পাদক ওয়াংঈ বলেন, অনুকূল আবহাওয়া ও ভৌগলিক অবস্থানের সুবাদে ইউনান এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুল রফতানিকারক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

চীনের প্রধান চারটি ফুল উৎপাদনকারী অঞ্চলের মধ্যে অন্যতম দাউনান সফরকালে এই প্রতিবেদক সেখানে অনেককে বিদেশে রপ্তানির জন্য ফুল প্রক্রিয়াকরণে ব্যস্ত দেখতে পান।

দাউনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গ্রুপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তারা ফুল চাষিদের ৮০টি সংস্থার মাধ্যমে ফুল সংগ্রহ করেন। এখানকার মনোরম আবহাওয়ার জন্য বছরজুড়ে ফুল উৎপাদন ও সংগ্রহে কোনো হেরফের হয় না। ৫০টিরও বেশি দেশে এই ফুল রপ্তানি হয় বলে তিনি জানান।

২০১৭ সালে দাউনানে সাত হাজার ৬৩৪ মিলিয়ন তাজা ফুল বিক্রি হয়। এর বাজার মূল্য হচ্ছে ছয় হাজার ৩৮২ বিলিয়ন ইউয়ান। ২০টি বড় কোম্পানি এই ফুল ক্রয় করে। এই ফুল বেইজিংসহ চীনের ১০টি বড় শহর এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এবং অন্যান্য দেশেও যায়। এই বাজারের ট্রেডিং হলে ৫শ’রও বেশি ফুলের দোকান রয়েছে। এখানে স্থানীয় গোলাপ ও শাপলাসহ বিভিন্ন বিদেশি জাতের ফুল পাওয়া যায়।–বাসস

(ঢাকাটাইমস/০৬জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :