কোনো সংলাপ নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৮, ০০:০৫ | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৩:১৬

দশম সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হলেও এবার আর এমনটি হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের বিশেষ বর্ধিত সভার তৃতীয় পর্বে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধিরা যোগ দেন প্রথম পর্বের বর্ধিত সভায়। দ্বিতীয় পর্বে ৩০ জুন যোগ দেন চারটি বিভাগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধিরা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এরপর বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যারা স্বাধীনতাবিরোধীদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের সঙ্গে সংলাপের বসার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই।

কাদের বলেন, ‘যারা ৭৫ এর খুনিদের পুরস্কৃত করেছে, যারা ৭৫ এর খুনিদের পুনর্বাসিত করেছে, তাদের সাথে কি সংলাপ চলে? বলুন আপনারা।’

‘৭৫ এর খুনিদের পুরস্কৃত করল, বিদেশি দূতাবাসে চাকরি দিল, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের পথ যারা

রুদ্ধ করেছিল তাদের সাথে কি কোনো আপস? তাদের সাথে কি কোনো আলোচনা?’

এ সময় উপস্থিত নেতারা সমস্বরে বলেন, ‘না’।

কাদের বলতে থাকেন, ‘আপনাদের কি মনে আছে? বঙ্গবন্ধুর কন্যাকে টার্গেট করে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা করে যারা আইভি রহমানসহ ২৩টি প্রাণকে রক্তাক্ত করেছে, আমাদের নেত্রীকে হত্যা করতে যারা বলেছে, তাদের সাথে কি সংলাপ?’

আবারও আওয়ামী লীগের তৃণমূলের নেতারা বলেন, ‘না’।

এ ক্ষেত্রে তিনি ২০১৩ সালে সংলাপের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ফোন এবং বিএনপি নেত্রীর দুর্ব্যবহারের কথাও তুলে ধরেন কাদের।

বলেন, ‘দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ৫ জানুয়ারির নির্বাচনের আগে আমাদের নেত্রী শেখ হাসিনা কি খালেদা জিয়াকে আমন্ত্রণ করেননি?’

২০১৫ সালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর গুলশানে বিএনপি নেত্রীকে প্রধানমন্ত্রীর দেখতে যাওয়ার পর গুলশান কার্যালয়ে তাকে ঢুকতে না দেয়ার কথাও তুলে ধরেন কাদের। বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে এই নিষ্ঠুরতা যারা করে তাদের সঙ্গে কি সংলাপ হয়?’

‘সেদিন দরজা বন্ধ করে দিলেন, সেই দরজা বন্ধ করে দিয়ে বাংলাদেশে সংলাপের দরজাই তারা বন্ধ করে দিয়েছিলেন।’

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের আগের মতোই অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, বিএনপির নির্বাচকালীন নির্দলীয় সরকারের দাবি এবারও মানছে না সরকার। আর বিএনপিও এই সরকার ছাড়া ভোটে না যাওয়ার সিদ্ধান্ত এখনও পাল্টায়নি।

আবার দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাগারে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বিএনপি এমনও বলছে, তাদের নেত্রীকে ছাড়া ভোটে যাবে না তারা।

তবে বিএনপির জন্য ভোট বর্জন এবার কিছুটা সমস্যাসংকুল এই কারণে যে, নিবন্ধন আইন অনুযায়ী পরপর দুইবার ভোট বর্জনকারী দলের নিবন্ধন থাকবে না। তাই বিএনপির জন্য ভোট বর্জন ঝুঁকিপূর্ণ হতে পারে। আর প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার দলের সংসদীয় কমিটির বৈঠকে বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

তাই বিএনপি এবার সরকারের সঙ্গে সমঝোতায় আসতে আগ্রহী আর নানা সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে সংলাপে বসতে আহ্বান জানাচ্ছেন।

প্রার্থীর বিরোধিতা করলেই বহিষ্কার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

‘এক থাকুন, দ্বন্দ্ব করবেন না, কোন্দল করবেন না। মনোনয়ন দেবেন নেত্রী। তার কাছে সবার এসিআর জমা আছে। অসুস্থ প্রতিযোগিতা করে নমিনেশন পাওয়া যাবে না। অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না, সুস্থ প্রতিযোগিতা করুন।’

‘সবার আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু নেত্রী জনমত জরিপ, তৃণমূলে খোঁজ খবর-সব কিছু মিলিয়ে মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবেন তাকে নিয়ে সবাইকে কাজ করতে হবে।’

২০১৪ সালের পর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করা হলেও এবার আর কেউ পার পারে না বলেও জানিয়ে দেন কাদের। বলেন, ‘এই উদারতা জাতীয় নির্বাচনে আর দেখবেন না। যেই বিরোধিতা করবে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার তাকে মোকাবেলা করতে হবে। এবারে আর ক্ষমা নেই।’

‘আমরা এমন সময় নির্বাচন করছি, সাম্প্রদায়িক অপশক্তি চার দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। বিজয়ী হতে হবে।’

‘বিজয়ী হতে হবে খুলনার মতো, গাজীপুরের মতো। আগামী তিনটি সিটি করপোরেশন এবং পরে জাতীয় নির্বাচনে।’

ঢাকাটাইমস/০৭জুলাই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :