ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৪:৪৮ | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৪:৪৪

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নায়ার কবীর।

এবারের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩২ কেটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পৌর মেয়র নায়ার কবির সাংবাদিকদের সাথে বাজেট নিয়ে মতবিনিময় করেন।

(ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :