নীলফামারীতে সাপের দংশন ও গলায় ফাঁসে নিহত ২

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৭:০৭

নীলফামারীর ডোমার উপজেলায় এক ব্যক্তি ও এক স্কুলছাত্র মারা গেছেন। মাছ ধরতে গিয়ে সাপের দংশনে উমর ফারুক (৩৮) ও গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্র চয়ন চন্দ্র রায় মারা যান।

শুক্রবার মধ্যরাতে উপজেলার শেওটগাড়ি গ্রামের উমর ফারুক (৩৮) মাছ ধরতে গেলে বিষধর সাপ দংশন করে। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অপরদিকে দুপুরে একই উপজেলার পূর্ব আঠিয়াবাড়ি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র চয়ন চন্দ্র রায় (মিলন) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা যায়, উপজেলার পূর্ব আঠিয়াবাড়ি গ্রামের লতিত চন্দ্র রায়ের ছেলে ও আঠিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র চয়ন চন্দ্র রায় মিলন (১৪) তার সহপাঠী সুমনার হাত ধরে টানাটানি করায় সুমনার অভিভাবক মিলনের বাবাকে বিষয়টি জানান। এতে মিলনের বাবা-মা তাকে গালমন্দ করেন। এতে অভিমানে মিলন নিজ শয়নকক্ষে গলায় রশিতে ঝুলিয়ে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে শনিবার মর্গে পাঠানো হয়েছে।

হরিণচড়া ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। (ঢাকাটাইমস/০৭জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :