পুনর্গঠন হচ্ছে সর্ব ইউরোপীয় আ.লীগ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৪:৫৮ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ১৪:৩৮

পুনর্গঠন করা হচ্ছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ। আঠারো বছরের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার খবরে ইউরোপে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নতুন কমিটির অপেক্ষায় ইউরোপের হাজার হাজার নেতাকর্মী।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নিয়ে ঢাকাটাইমসে বিভিন্ন সময়ে খবর প্রকাশের পর সমগ্র ইউরোপে জুড়ে তোলপাড় শুরু হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার প্রতি নেতাকর্মীদের রয়েছে হাজারো অভিযোগ। মূলত তাদের দুজনের দ্বন্দ্বে ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের একাধিক কমিটি দেখা দিয়েছে। ইউরোপে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে ক্লিন ইমেজের পরিশ্রমী ত্যাগী নেতাদের নতুন কমিটিতে দায়িত্ব দেয়ার পক্ষে মত দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে নজরুল ইসলাম এবং মুজিবুর রহমানকে ইউরোপ আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব দিলে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাই আর কোনো ঝুঁকি নিতে চান না আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

১০ জুলাই ইউরোপিয়ান পার্লামেন্ট এক সেমিনারে অংশ নিতে এইচটি ইমাম, ড. মশিউর রহমান, ডা. দীপু মনি, ব্যারিস্টার ফজলে নুর তাপস, ড. হাছান মাহমুদ বেলজিয়ামে আসছেন।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম সফররত নেতাদের দায়িত্ব দিয়েছেন।

অনীল দাশগুপ্ত এবং এমএ গণিকে উপদেষ্টা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা।

সভাপতি পদে এখন পর্যন্ত বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হকের নাম শোনা যাচ্ছে। তরুণ এই সফল ব্যবসায়ী শামিম হকের ইউরোপের প্রত্যেকটা দেশের নেতাকর্মীদের কাছে রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।

এ ব্যাপারে তিনি ঢাকাটাইমসকে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপ আওয়ামী লীগকে একত্রিত করা জরুরি। পদের জন্য নয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রয়োজনে একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন দলের জন্য কাজ করে যাবো।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে 'সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ' গঠন করেন দলের প্রধান শেখ হাসিনা। তখন জার্মান প্রবাসী অনীল দাশগুপ্তকে সভাপতি এবং লন্ডন প্রবাসী এম এ গণিকে সাধারণ সম্পাদক করা হয়। পরে সহ সভাপতি বাকীউল্লাহ বাকি, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রবাসীকল্যাণ সম্পাদক হাসনাত মিয়াকে দিয়ে দীর্ঘ সময় ধরে চলছে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :