চট্টগ্রামে হাসপাতাল বন্ধ রাখার নিন্দায় ক্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ১৮:২৪
ফাইল ছবি

চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট প্র্যাকটিসসহ সব চিকিৎসা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটির চট্টগ্রাম শাখার পক্ষ থেকে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে জিম্মি করে দাবি আদায়ে প্রক্রিয়া অমানবিক, অনৈতিক চরম বর্বরতার শামিল, যা সাংবিধানিক অধিকার খর্বের শামিল।

ক্যাব চট্টগ্রামের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবেহেলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়মে অভিযুক্ত বিতর্কিত ম্যাক্স ক্লিনিককে জরিমানা করা হয়। জরিমানার পর বেসরকারি চিকিৎসক সমিতির ব্যানারে কোনো ধরনের ঘোষণা ছাড়াই বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট প্র্যাকটিসসহ সব চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়ে র‌্যাবের অভিযান বন্ধে আলটিমেটাম দিয়েছে চট্টগ্রামের আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার।’

বেসরকারি ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাবে অনির্দিষ্টকালের জন্য সব চিকিৎসা বন্ধ করে দেয়ার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যাব। সেই সঙ্গে অভিযুক্ত ম্যাক্স হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক রোগীদের জিম্মি করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি।

ক্যাবের নেতারা বলেন, ‘র‌্যাব দেশের সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিতর্কিত ম্যাক্স হাসপাতালে অভিযান পরিচালনা করে এবং ব্যাপক অনিয়ম পান, সে কারণে তাদেরকে শাস্তি দেয়া হয়। কিন্তু বেসরকারি ক্লিনিকগুলোর কোনো অভিযোগ থাকলে মন্ত্রণালয় ও প্রশাসনের সাথে আলোচনা করতে পারেন। কিন্তু র‌্যাবের অভিযানকে প্রতিহত করার হীন ষডযন্ত্রে ধর্মঘটের ডাক দেয়া জনগণের চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার খর্ব করার শামিল। যা জনগণের মৌলিক অধিকার খর্ব করার হীন প্রয়াস শুধু নিন্দনীয় নয় এটা চরম বর্বরতার শামিল এবং আদিমযুগে ‘জোর যার মল্লুক তার’ সে স্লোগানে প্রত্যাবর্তনের আহ্বান। এটা অনেকটা লাশের রাজনীতির মতো।’

ক্যাব নেতারা দ্রুত লাখ লাখ রোগীকে জিম্মি করে এ ধরনের অনৈতিক, অন্যায্য, অযৌক্তিক ও অমানবিক কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান।

ক্যাবের বিবৃতিতে স্বাক্ষর করেণ ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান ও যুব গ্রুপের সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮জুলাই/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :