পঞ্চগড়ে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ২১:৩৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির আঙিনায় নির্মাণাধীন সেপটিকট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ভজনপুর মালিগছ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মিরগর এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২০) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগছ এলাকার খয়রুলের ছেলে মাহবুব (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালিগছ গ্রামের গমির উদ্দীনের বাড়িতে কয়েক মাস আগে খনন করা সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে ওই দুই শ্রমিক নিচে নামেন। দুই শ্রমিকের সাড়া শব্দ না পেয়ে বাকি শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন জানান, ধারণা করা হচ্ছে সেই সেপটিক ট্যাংক কয়েক মাস আগে খনন করায় এবং ট‌্যাংকের মুখ বন্ধ থাকার ফলে ভিতরে বিষাক্ত গ্যাস জমা হয়। আর তারা গ্যাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা না করে নিচে নামেন। যার কারণে এই ঘটনা।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :