ঝিনাইদহে মাদক বিক্রেতার কারাদণ্ড, আটক ৪১

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১২:০৯

ঝিনাইদহ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে কাওছার আলী (৪০) নামের এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত কাওছার আলী ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন খবরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ কাওছার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এদিকে ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক বিক্রেতাসহ ৪১ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে সদর থেকে ১৬ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, কোটচাঁদপুর ৭ জন থেকে ও মহেশপুর থেকে ১ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য।

(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :