বায়রার নির্বাচন করতে হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৫:০০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’র (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা বায়রার আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ সোমবার ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম অমিত। অপরপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো নয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর বিরুদ্ধে আব্দুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গত ২৮ মে তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। এরপর আরেকটি আবেদনের শুনানি নিয়ে গত ৪ জুলাই আদেশ দেয় হাইকোর্ট। আদেশে আগামী ১২ জুলাই বায়রার বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১৩ জুলাই থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে (ডিটিও) বায়রার দায়িত্ব নিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয়। ৪ জুলাইয়ের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বায়রা। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ ‘নো অর্ডার’ আদেশ দেয়।

রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, ১২ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। ১৩ জুলাই থেকে দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা এর দায়িত্ব নেবেন এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এমএবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :