মেয়াদ বাড়ল পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৫:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে জানায়, শাহ আলমগীরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৭ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাড়ানো হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহ আলমগীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে ২০১৩ সালের ৭ই জুলাই যোগদান করেন।

এরপর ২০১৬ সালের জুলাই মাসে পিআইবি মহাপরিচালকের চাকুরির মেয়াদ আর দুই বছর বৃদ্ধি করে সরকার। আবারও মেয়াদ বৃদ্ধির ফলে তিনি ২০১৯ সালের জুলাই মাসের ০৭ তারিখ পর্যন্ত পিআইবি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে শাহ আলমগীর একাধিক ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকাটাইমস/০৯জুলাই/ডিএম