১৭ ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চালু

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৬:৫৬
ফাইল ছবি

ময়মনসিংহে রেললাইনের ওপর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৭ ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রবিবার রাত আটটার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন সংলগ্ন মিন্টু কলেজ এলাকায় রেললাইনের ওপর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় মোটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয় যায়। রবিবার সারারাতেও ট্রেনটি উদ্ধার সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ের তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম জানান, সোমবার দুপুরে ট্রেনটির সরঞ্জাম ও স্লিপার মেরামতের কাজ করা হয়েছে। ফলে দুপুর দেড়টার দিকে সচল হয়েছে ময়মনসিংহ জামালপুর ট্রেন যোগাযোগ। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান একর্মকর্তা ।

ঢাকাইমস/০৯জুলাই/এমডি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :