আমার পামপট্টির দরকার নাই, নেতাকর্মীদের আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৬:৫৭

বক্তব্য চলাকালে কর্মীদের স্লোগানে বিরক্তবোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার পামপট্টির দরকার নাই। স্লোগান না দিয়ে আমার বক্তব্য শোনো। তোমাদের অনেক দিন বলছি বক্তব্যের সময় স্লোগান দেবে না। কখন কোথায় স্লোগান দিতে হয় তোমরা বোঝো না। সময় কম চুপ করো।’

সোমবার বিকাল চারটার দিকে মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে বক্তব্য রাখছিলেন বিএনপির এই নেতা।

খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতে চাচ্ছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন, ‘ঠিকমত কারাগারে বিদ্যুৎ থাকে না। খুবই ভয়াবহ অবস্থা। রাজনীতি করার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে আছেন অস্বাভাবিক না। কিন্তু তাই বলে তিনি চিকিৎসা, খাওয়া দাওয়াও পাবেন না?’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যে বক্তব্য শুনলাম আর যা বললাম তা যদি কাজে লাগাই তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

প্রতীকী অনশনে বিএনপি নেতাদের মাঝে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, নিতাই রায় চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, আফরোজা আব্বাস, রাজিব আহসান প্রমুখ।

এতে সংহতি প্রকাশ করেন বিএনপি জোটের শরিক দলগুলোর নেতারা।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :