ডুয়েটে নবনির্বাচিত শিক্ষক সমিতির শপথ গ্রহণ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৭:২৫

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রাজু আহমেদ। পরে নবনির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন ফারুকসহ কমিটির অন্য সদস্যরা শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ধন্যবাদ জ্ঞাপনসহ ডুয়েট ও শিক্ষকদের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। চলতি বছরের ৫ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হন।

ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :