বিএনপিকে হঠকারী সিদ্ধান্ত না নিতে বললেন এমাজউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৯:৩৯ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৯:৩৬

কারাগারে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়েছে এমন দাবি করে আগামী দিনের আন্দোলনের ব্যাপারে দলটির শীর্ষ নেতাদের হঠকারী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী এমাজউদ্দীন আহমদ।

উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তাঁর মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটিতে যথেষ্ট যোগ্য ব্যক্তিরা আছেন। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। হঠাৎ হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।’

তিনি অনশনে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রস্তত থাকতে বলেন। যেকোনো সময় ডাক আসতে পারে বলে জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার বিএনপিকে নিয়ে ভীতসন্ত্রস্ত উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে যে নির্বাচন আসবে, সে নির্বাচনে কী হয় না হয় তা নিয়ে তাদের অনেক ভীতসন্ত্রস্ত মনোভাব। বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির দিকে তাদের সন্দেহের দৃষ্টি রয়েছে। এ সন্দেহ থেকে নেতাকর্মীদের ওপর নির্যাতন অত্যাচার করা হচ্ছে। যতদিন এই ভীতি শেষ না হবে, তত দিন দেশের স্বাভাবিক অবস্থা হবে না।’ আওয়ামী লীগ তিন তিনবার দেশের গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি করে এমাজউদ্দীন বলেন, ‘কারাগারে নেওয়ার পর খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। তিনি যখন বেরিয়ে আসবেন, তখন আমরা এক নতুন নেতৃত্বের সন্ধান পাবো।’

অনশনে বিএনপির বিজয় দেখছেন জাফরুল্লাহ

বিএনপির পূর্বঘোষিত অনশনে লোক সভাগমের মাধ্যমে দলটির বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, এতোদিন সরকার বিএনপিকে কোথাও জমায়েত হতে দিচ্ছিল না। আজ ছোট পরিসরে হলেও এই জমায়েত হওয়ার অনুমতি দিয়েছে। এটা বিএনপির বিজয়ের শুরু। আগামীতে আরো? ও অনেক কিছুই দেখা যাবে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :