পাংশার পদ্মায় যুবকের ও বালিয়াকান্দিতে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৯:৩৯

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর হাবাসপুর এলাকা থেকে এক যুবক ও বালিয়াকান্দি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চরআফড়া স্লুইস গেট এলাকা থেকে ওই যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পেট কাটা, মস্তক ও দুই পা বিহীন।

পুলিশের ধারণা দুর্বৃত্তরা এই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার পর পদ্মা নদীর স্্েরাতে ফেলে দেয়, যা পরবর্তীতে ভাসতে ভাসতে হাবাসপুর এলাকায় চলে এসেছে।

লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে আজ দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে আমির আলী (৬০) নামে এক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমির ওই গ্রামের মেছের আলীর ছেলে। তিনি পেশায় প্রোকৌশলী ছিলেন বলে জানা গেচে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজ বাড়ির পাশে থাকা একটি পাট ক্ষেতের মধ্যে আমির আলীর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা সম্ভব হয়েছে আমিরের মৃত্যু কিভাবে হয়েছে।

ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস