বোয়ালমারীতে মাদক প্রতিরোধে সিভিল ব্রিগেড গঠন

বোয়ালমারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৯:৪১

মাদকবিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদকবিরোধী সিভিল ব্রিগেড গঠন হয়েছে।

সোমবার সকাল ১০টায় এক অনুষ্ঠানে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এই ব্রিগেডের উদ্বোধন করেন।

সিভিল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বোয়ালমারী উপজেলা হবে বাংলাদেশের প্রথম মাদকমুক্ত উপজেলা। শিক্ষা প্রতিষ্ঠানের সিভিল ব্রিগেডের মাধ্যমে মাদককে নির্মূল করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারকে তাদের স্ব স্ব ইউনিয়নকে মাদকমুক্ত করার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে বোয়ালমারী উপজেলার বিভিন্ন মসজিদে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এলাকাকে মাদকমুক্ত করতে মসজিদে মসজিদে সিভিল ব্রিগেড গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত সকল অতিথিদের মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, শিক্ষার্থী রোহন প্রমুখ।

প্রধান সমন্বয়কারী ইউএনও মো. জাকির হোসেন জানান, খুব শিগগির মাদকবিরোধী সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট মাদক বিরোধী সিভিল ব্রিগেড গঠন করা হবে। তারা মাদক বিরোধী প্রচারণা চালাবেন।

ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :