আইএমএলের ‘আলোকিত সকাল’ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২০:১৩ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ২০:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট-আইএমএল আয়োজিত ‘আলোকিত সকাল’ শীর্ষক একক বক্তৃতা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আইএমএল অডিটোরিয়ামে বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এ অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত থাকবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএমএল জানায়, মঙ্গলবারের অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট শিল্প-সমালোচক মাইনুদ্দীন খালেদ। এদিন তিনি ‘শিল্পকলার ইতিহাস: পুনর্জাগরণ থেকে আধুনিক যুগ’ শীর্ষক বক্তৃতা দেবেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য ঢাকাটাইমসকে জানান, ফেব্রুয়ারি থেকে ‘আলোকিত সকাল’ নামের একক বক্তৃতার আয়োজন করে আসছে আইএমএল। এতে ভাষা, সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, রাজনীতি ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর একক বক্তৃতা থাকে। ইতোপূর্বে এখানে জাপান, কানাডা, ভারত, কোরিয়াসহ বিভিন্ন দেশের বক্তারা বক্তব্য রেখেছেন।

ঢাকাটাইমস/০৯জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :