সিলেট সিটিতে প্রতীক পেলেন ৭ মেয়র প্রার্থী

ব্যুরো প্রধান, সিলেট
| আপডেট : ১০ জুলাই ২০১৮, ১২:২১ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৮, ১১:১১

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান। এখন কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।

সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান নৌকা ও বিএনপির আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বাস প্রতীক পেয়েছেন।

এছাড়া সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফর মই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে প্রার্থী মোয়াজ্জেম হোসেন হাত পাখা ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের হরিণ প্রতীক দেয়া হয়েছে।

এখন কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০জুলাই/এমএ/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :