মাদারীপুরে ফরমালিনযুক্ত সাত মণ আম ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৮, ২০:১৭

মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমে বিষাক্ত ফরমালিন পাওয়ায় সাত মন আম ধ্বংস করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের কোর্টের মোড় এলাকায় আমের দোকানে অভিযান চালিয়ে বাদশা বেপারী ও নূর আলম খান প্রত্যেককে এক হাজার টাকা, পুরান বাজার কাঁচাবাজার এলাকার আম ব্যবসায়ী মাইনুল কাজীকে দুই হাজার টাকা, মস্তফাপুর বাজারের আমের আড়তের ফোরকান সরদার ও সোহরাব আলী প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমে বিষাক্ত ফরমালিন পাওয়ায় সাত মণ আম জব্দ ও ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুন ও ফাতেমা আজরিন তম্বী। ভ্রাম্যমাণ আদালতের খবরে অনেক আম ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান।

(ঢাকাটাইমস/১০জুলাই/এসটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :