পদত্যাগ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১০:১০

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ার সঙ্গে একমত হতে না পেরে পদত্যাগ করছেন কলকাতার অন্যতম প্রধান উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও প্রো ভিসি প্রদীপ কুমার ঘোষ।

বুধবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করে রাজভবনে নিজেদের পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ল্যাপটপ ফেরৎ দেন তিনি। এসময় ভিসি সুরঞ্জন দাস বলেন, ‘আমার পক্ষে বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব হচ্ছে না’।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিলো। তার জেরেই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির কার্যনির্বাহী কমিটির সভায় বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য ‘ভর্তি পরীক্ষা’ নেয়ার পক্ষে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ নিয়ে তৈরি মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি ভিসি এবং প্রো ভিসি। কার্যনির্বাহী কমিটির সভা শেষে ভিসি এবং প্রো ভিসি জানিয়ে দেন, তারা এই সিদ্ধান্তের অংশ নন।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দফায় দফায় এ সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সমাধান হচ্ছিলো না কিছুতেই। অবশেষে কার্যনির্বাহী কমিটির সভায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকাটাইমস/১১জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :