অনুশীলনে ‘মুরগি’ নিয়ে ইংলিশ ফুটবলারদের আনন্দ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০১৮, ১১:৩৯ | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১১:২৬

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে এই ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলনে ‘মুরগী’ নিয়েই ব্যস্ত ছিলেন সাউথগেট শিষ্যরা। বলা চলে সেমিফাইনালের বাড়তি কোন চাপ না নিয়ে অনুশীলনে মুরগী নিয়ে বেশ আনন্দেই গা গরম করেছে হ্যারিকেনরা। যদিও মুরগিটি ছিল প্লাস্টিকের।

অনুশীলনে কোচ গ্যারেথ সাউথগেটের নির্দেশেই এমন আনন্দটা করেন ফুটবলাররা। সেমিফাইনালের মত এমন বড় ম্যাচের আগে খেলোয়াড়দের বাড়তি কোন চাপ না দিতেই এমন মজাদার সিদ্ধান্ত নেন কোচ। অনুশীলনের পুরোটা সময়ই এক ফুটবলার থেকে আরেক ফুটবলারের হাতে দেখা যায় মুরগিটিকে।

দীর্ঘ ৫২ বছর আগে একবার শিরোপার স্বাদ নিতে পেরেছিল ইংরেজরা। সেই ১৯৬৬ সালে। সেবার দেশের মাটিতে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি নিয়েছিলেন স্যার ববি মুর। এরপর ৫২টি বছরের অপেক্ষা। ১৯৯০ সালে সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দেশটি। আজ আবারও আরো একবার সেই স্বপ্নে দুয়ারে দাড়িয়ে সাউথগেটের শিষ্যরা। সাউথগেটের নবীণ তারুণ্য শক্তি কি পারবে সেই স্বপ্ন সত্যি করতে তাই দেখার অপেক্ষা!

(ঢাকাটাইমস/১১জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :