গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৩ আগস্ট

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১২:২৫

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৩ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের এ নতুন তারিখ ঠিক করেন।

এর আগে মামলাটিতে গত ২৩ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত বেসেত চিরানের বোনের ছেলে সঞ্জীব চিরান ও তার বন্ধু রাজু সাংমা।

মামলার অপর দুই আসামি প্রবীণ সাংমা ও শুভ চিসিম রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল রোডে ক-৫৮ নম্বর বাড়ির চতুর্থ তলার নিজ ঘরে নৃশংস হত্যাকান্ডের শিকার হন সুজাতা চিরান ও তার মা বেসেত চিরান। তাদের একজনকে এলোপাথাড়ি কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।

আসন্ন ইস্টার সানডেতে ফুর্তির জন্য টাকার প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শলাপরামর্শ করে রাজধানীর গুলশানে খালা সুজাতা চিরানের বাসায় যান সঞ্জীব চিরান। সঙ্গে নিয়ে যান তিন বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্ত। একপর্যায়ে তারা সুজাতা ও তার মা বেসেত চিরানকে হত্যা করেন। এরপর চার বন্ধু পালিয়ে যায়। পরে শেরপুরের নালিতাবাড়ীর ভারত সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গত বুধবার গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

ঢাকাটাইমস/১১জুলাই/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :