যেমন হতে পারে আজকের একাদশ!

প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৫:১৯ | আপডেট: ১১ জুলাই ২০১৮, ১৫:৩০

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্বটা সমান। কেননা দীর্ঘ অপেক্ষার পরে আজ স্বপ্ন জয়ের পথে সামনা-সামনি দুই দল। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত বারোটায়।

অষ্টমবারের মতো আজ মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। এর আগে সাতবারের দেখায় ইংল্যান্ড জিতেছে চারবার, ক্রোয়েশিয়া জিতেছে দুইবার। একটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে এবার প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দল দুইটি প্রথমবার মুখোমুখি হয় ১৯৯৬ সালে। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ইউরোপের এই দল দুইটি সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০০৯ সালে বিশ্বকাপের বাছাইপর্বের। সেই ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।

আজকের ম্যাচে সম্ভবত ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে পারে ক্রোয়েশিয়া। অন্যদিকে বিগত ম্যাচের কৌশল অনুযায়ী আজও খেলাবেন বলে জানিয়েছেন ইংলিশ কোচ সাউথগেট। যদি তাই হয় তাহলে আজও ৩-৪-২ ফর্মেশনের ছক নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।

আজ যেমন হতে পারে দুই দলের একাদশ-

ক্রোয়েশিয়া (৪-২-৩-১) : দানিজেল সুবাসিচ (গোলরক্ষক), সিমে ভ্রাসালজকো, দেজান লোভরেন, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, ইভান রাকিটিচ, মার্সেলো ব্রোজোভিচ, আন্তে রেবিচ, লুকা মড্রিচ, ইভান পেরিসিক, মারিও মানজুকিচ।

ইংল্যান্ড (৩-৫-২): জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ডেলে আলি, জর্দান হেন্ডারসন, জেসে লিনগার্ড, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এইচএ)