মাগুরায় মাদক কারবারির কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১৮:১৪

মাগুরায় দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে প্রত্যেকের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের পারনান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকায় জেলা মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শহরের বরুনাতৈল গ্রামের হুসাইন আহম্মেদ ও পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকার রাজু মোল্যা।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস জানান, মাদকসেবী ও বিক্রেতা রাজু ও হুসাইন একটি অটোরিকশায় করে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদে তাদের উপর নজরদারির এক পর্যায়ে বুধবার দুপুরে পারনান্দুয়ালী বাস স্ট্যান্ড এলাকায় তাদের চ্যালেঞ্জ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম করে গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :