‘সিঙ্গাপুরের বড় বিনিয়োগ আসছে বাংলাদেশে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১৯:৩৯

সিঙ্গাপুর তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ হিসেবে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের জন্য বেছে নিয়েছে সিঙ্গাপুর। এজন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে তাদের পাঁচশ একর জমি বরাদ্দ দেয়া হবে।

বুধবার রাজধানীর স্থানীয় এক হোটেলে বাংলাদেশ সফররত সিঙ্গাপুর ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ডেপুটি মিশন লিডার ও সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান প্রসূন মুখার্জী, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি শহীদুজ্জামান উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর বিনিয়োগের জন্য চীন ও ইন্দোনেশিয়ার পর এখন বাংলাদেশকে গন্তব্য মনে করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে যাচ্ছি। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গাপুরকে প্রাথমিকভাবে ৫০০ একর জমি বরাদ্দ দেবো। তাদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও দুই হাজার একর দেয়া হবে। সিঙ্গাপুর তথ্যপ্রযুক্তি খাতসহ জ্বালানি, বিদ্যুৎ, আবাসন ও পর্যটন খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’

বাণিজ্য মন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চীনের সঙ্গে, তারপরেই রয়েছে ভারত ও সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সঙ্গে ব্যবসার পরিমাণ চার বিলিয়ন ডলার।’

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ডেপুটি মিশন লিডার প্রসুন মুখার্জি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক জোনে সিঙ্গাপুর কতো বিনিয়োগ করবে তা এখনও ঠিক হয়নি। এতে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এ কাজ সম্পূর্ণ হতে ১২ বছর লাগবে। কেবল জমি উন্নয়নের জন্যই তিন বছর সময় প্রয়োজন হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকারের কাছে আড়াই হাজার একর জমি চেয়েছি।’

বর্তমানে সিঙ্গাপুরের সবচেয়ে বেশি বিনিয়োগ চীনে রয়েছে জানিয়ে প্রসূন মুখার্জি বলেন, ‘সেখানে বিনিয়োগের প্রধান কারণ হলো সিঙ্গাপুরের লোকসংখ্যার একটা বড় অংশই চীনা। আর সিঙ্গাপুরের দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ ইন্দোনেশিয়া। বর্তমানে সিঙ্গাপুরের তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।’

প্রসঙ্গত, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ২৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/জেআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :