ফরিদপুরে ইয়াবাসহ চার তরুণ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১৯:৪০

ফরিদপুরে এক হাজার ২১৮টি ইয়াবা বড়িসহ চার তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুটি দল।

মঙ্গলবার রাতে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে গোয়েন্দা পুলিশ (ডিবি) এক হাজার ২০০টি ইয়াবা বড়িসহ তিনজনকে এবং র‌্যাব ১৮টি ইয়াবা বড়িসহ এক তরুণকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি পৃথক মামলা হয়েছে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত নয়টা পর্যন্ত ফরিদপুর শহর, সদরের ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে এক হাজার ২০০টি ইয়াবা বড়িসহ তিন তরুণকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে ওই এলাকার বাসিন্দা রাজীব হোসেনকে (২৪) ৪০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলামকে (২৩) ১৪০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে সাইফুলের দেওয়া তথ্য অনুয়ায়ী সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুরস্থ নিজ বাড়ি হতে মো. সবুজকে (২৫) এক হাজার ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি করেছে।

ওসি বলেন, বুধবার ওই তিন তরুণকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ১৮টি ইয়াবা বড়িসহ মো. মিলন মৃধা (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নস্থ আশাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১৮টি ইয়াবা বড়িসহ মো. মিলন মৃধাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মধুখালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :