বরিশালে আ.লীগের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ২১:৩৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি।

বুধবার বিএনপির নির্বাচন পরিচালনাসংক্রান্ত আইনবিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন।

মহসিন মন্টু লিখিত অভিযোগে বলেন, মঙ্গলবার আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও শোভাযাত্রা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির ৭(ক) ধারার লঙ্ঘন।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে আওয়ামী আইনজীবী পরিষদ আদালত চত্বরে এবং সন্ধ্যায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল হয়। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তা ছাড়া যানজট ও নগরবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়।

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় পিপি, জিপি ও এপিপি পদে সরকারি কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও অংশ নিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

বিএনপির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই সেটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠানো হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :