বর্ষায় ত্বকের সংক্রমণ নিয়ে সচেতন থাকুন

জেবুন নাহার শিমু, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ০৮:১৭

বর্ষার এই গরম, আর্দ্রতা ও ভাপসা আবহাওয়ায় ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শরীর ভালোভাবে না মুছলে, ভেজা কাপড় ভালোভাবে না শুকিয়ে গায়ে দিলে ত্বকের বেশ কিছু অসুখ হয়।

এই সময়ে যে কয়টি চর্মরোগ সবচেয়ে বেশি দেখা দেয় তার মধ্যে ঘামাচির পরেই ছত্রাকজনিত চর্মরোগ অন্যতম।

বর্ষাকালে লাগাতার বৃষ্টির কারণে প্রায়ই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। রাস্তার এসব ময়লা পানি শিশুর ত্বকে লাগলে মারাত্মক সংক্রামণ হতে পারে ত্বক ভেজা থাকলে সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে।

ছত্রাকের আক্রমণ

এ রোগের চিকিৎসা দেওয়া হলে খুব সহজেই ভালো হয়ে যায়। হতাশার দিক হচ্ছে যে কিছুদিন যেতে না যেতেই পুনরায় দেখা দেয়। আবার বেশিরভাগ ক্ষেত্রেই একটু ভালো হওয়া মাত্রই রোগী ওষুধটি বন্ধ করে দেয়।

যারা ঠিকমতো ওষুধ ব্যবহার করে, তারাও কিন্তু ঠিকমতো ব্যবহার্য কাপড়-চোপড় পরিষ্কার করে বা রাখে না। ফলে খুব সহজেই কাপড়চোপড় থেকে পুনরায় ছত্রাক দেহে প্রবেশ করে এবং সে কারণেই এ রোগটি কিছুদিনের মধ্যে আবার দেখা দিতে পারে।

কী কী ধরনের ছত্রাক রোগ এ সময় হতে পারে?

মূলত তিনটি রোগে সময় খুব বেশি হয়ে থাকে। সেগুলো হলো:- দাদ, ছুলি, ক্যানডিডিয়াসিস।

এ সময়ের সচেতনতা

১. এ সময় ভারী জামাকাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন। ভেজা কাপড় পড়ে থাকলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা বেশি।

২. প্রয়োজনে দিনে দুই বার গোসল করুন।

৩. ঘামে বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন।

৪. এ সময় সারাদিন জুতা- মোজা না করে বরং খোলা স্যান্ডেল পরাই ভালো। তবে খালি পায়ে হাঁটবেন না। রাস্তায় এখন যত্রতত্র নোংরা পানি জমে আছে। এই পানিতে রয়েছে হাজার রকমের জীবাণু।

৫. ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন। নইলে মাথার ত্বকে সমস্যা হতে পারে।

৬. বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

৭. বাসায় প্রচুর ফল খেতে হবে। বেল, কলা, পেয়ারা, শসা, টমেটো, গাজর, পাতিলেবু ও জাম্বুরা ত্বকে এনে দেয় প্রাণ।

ঢাকাটাইমস/১২জুলাই/জেএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

কিডনি রোগ বাড়ছে শিশুদেরও! যেসব লক্ষণ দেখলেই সতর্কতা জরুরি

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

এই বিভাগের সব খবর

শিরোনাম :