আশুলিয়ায় চিকিৎসকের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ১৪:১৫

ঢাকার সাভারের আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় মমতাজ উদ্দিন হাসপাতালের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নিয়ে স্বজনরা অভিযোগ করেন, গত ৫ জুলাই ডেন্ডাবর এলাকার তিন সন্তানের মা লাইলি আক্তারের টনসিল সার্জারি করেন ঢাকার তেজগাঁওস্থ নাক, কান ও গলা হাসপাতালের চিকিৎসক ডা. মুদাচ্ছির মাহমুদ। এসময় ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হলে লাশ মমতাজ উদ্দিন হাসপাতালের অপারেশন থিয়েটারে রেখেই পালিয়ে যান ওই চিকিৎসক। পরবর্তীতে তারা থানায় মামলা করলেও অভিযুক্তদের আটক করেনি পুলিশ।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :