মির্জাপুরে চোলাই মদসহ কারবারি আটক

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৫:০০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে ৭৫ লিটার চোলাই মদ ও নগদ পাঁচ হাজার ৩শ টাকাসহ আব্দুস ছামাদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে মির্জাপুর থানার উপ পরিদর্শক সোহেল কদ্দুছের নেতৃত্বে ছামাদকে তার ঘর থেকে আটক করা হয়।

আটক আব্দুস ছামাদ পৌর এলাকার বাওয়ার কুমারজানী উত্তরপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আব্দুস ছামাদ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল কদ্দুছের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ছামাদের বসতঘর থেকে প্লাস্টিকের ১০টি কন্টিনার ও সিলভারের দুই পাতিলবোঝাই ৭৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)