বাবা-ছেলে হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ১৭:০২

নেত্রকোণার আটপাড়ায় জমি বিরোধের জেরে রুপচন্দ্রপুর গ্রামে বাবা তাজুল ইসলাম ও ছেলে সুমন মিয়াকে খুনের দায়ে একই গ্রামের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। এই টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরো তিন মাস করে কারাভোগ করতে হবে। একই রায়ে সাতজন আসামিকে খালাস দেয় আদালত।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার রুপচন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিন, সাবাস খা, ছদ্দু মিয়া, আলাল উদ্দিন খা, কমল খা।

আদালতের পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, তাজুল ইসলামের সাথে দণ্ডিতদের জমি বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১১ সালের ২৭ মার্চ সকালে গ্রামের দুবিলা বিল থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলেন তাজুল ইসলাম ও তার ছেলে সুমন। এসময় দণ্ডিতরা তাদের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বাবা ও ছেলে। ওই দিন রাতেই ১৫ জনের নামে নিহত তাজুল ইসলামের ছেলে সোহাগ মিয়া হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :