‘ফ্রান্স অত্যন্ত শক্তিশালী, ভুল করা চলবে না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৮, ১৮:২০

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেই ইংল্যান্ড সমর্থকদের একহাত নিলেন লুকা মদ্রিচ। বললেন, ‘‌ইংল্যান্ডের সমর্থকদের আরও সংযত হওয়া উচিত।’‌

বরাবরই ফুটবল গুণ্ডামির জন্য কুখ্যাত ইংল্যান্ডের সমর্থকরা। বুধবার রাতে সেমিফাইনালের মধ্যেও গ্যালারি থেকে মরা মাছ ছুড়ে মারার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সমর্থকদের পাশাপাশি ইংল্যান্ডের ফুটবল বিশেষজ্ঞদেরও সমালোচনা করেছেন মদ্রিচ।

বলেছেন, ‘‌ওঁরা ক্রোয়েশিয়াকে খাটো করে দেখিয়েছিলেন। ওঁদের কথা শুনে মনে হচ্ছিল, ফুটবলটা ইংল্যান্ড একাই খেলছে আর আমরা যেন বাগানে বেড়াতে এসেছি। ইংল্যান্ড অবশ্যই খুব ভাল দল। ওদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন। কিন্তু ওঁদের সমর্থকরা এমনভাবে বিপক্ষের ফুটবলারদের হেয় করেছেন, যেটা বাকিদের পক্ষে অত্যন্ত অপমানজনক। যদি ওঁরা ফুটবলের সত্যিকারের সমঝদার হতেন, তাহলে ওঁদের উচিত ছিল আরও বিনম্র হওয়া।’

পাশাপাশি জিতেও সন্তুষ্ট নন মদ্রিচ। তিনি বলেছেন, ‘‌অতিরিক্ত সময়ের আগেই আমাদের উচিৎ ছিল জয় ছিনিয়ে নেওয়া। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ফ্রান্স অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে ভুলের পুনরাবৃত্তি করলে চলবে না।’‌ ‌

ঢাকাটাইমস/১২জুলাই/ডিএইচ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :