টাঙ্গাইলে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ০৮:৪০
ফাইল ছবি

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. আফজাল নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাব সদস্যরা জেলা সদরের বেগুনটাল এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় র‌্যাবকে দেখামাত্র অস্ত্রধারী কয়েকজন মাদক কারবারি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায় অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/আরকে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :