ফোন কি‌নে পে‌লেন বিমানের টি‌কিট

‌বিজ্ঞান ও তথ্যপ্রযু‌ক্তি প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৮:৫৪ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ০৮:৪৮

বৃহস্পতিবার শুরু হওয়া টেকশহর স্মার্টফোন ও ট্যাব মেলার প্রথম দিনেই উই ব্র্যান্ডের স্মার্টফোন কিনে থাইল্যান্ডের বিমান টিকিট জিতেছেন এক ক্রেতা।

উই ব্র্যান্ডের স্মার্টফোন কিনে লটারিতে ওই ক্রেতা ব্যাংকক টু ঢাকার রিটার্ন টিকিট জিতে নেন। এছাড়াও অন্যান্য অফার যেমন, মূল্যছাড় এবং সঙ্গে গিফট হিসেবে বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলও জিতে নেন ওই ক্রেতা।

এবারের মেলায় গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়ে উই তাদের সকল স্মার্টফোনে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। এছাড়া, প্রতিটি স্মার্টফোনের সঙ্গে নিশ্চিত উপহার এবং একটি লটারির মাধ্যমে পেতে পারেন ক্রেতারা।

এছাড়াও, রয়েছে ব্যাংকক যাবার একাধিক রিটার্ন টিকেট, ইলেকট্রিক বাইক, বাইসাইকেল, বাগডুম উপহার সামগ্রী, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, রেস্টুরেন্ট কুপন ও গোবিডিগো এর পক্ষ থেকে বিলাসবহুল জাহাজে ভ্রমণের উপর বিশেষ মূল্য ছাড়।

উই স্মার্টফোনের জেনারেল ম্যানেজার এ এম এহসান উল হক বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি গ্রাহক যেন আমাদের স্মার্টফোন কেনার পর নিজেকে বিজয়ী মনে করেন, তাও আবার একবার নয়, বরং দুবার।

এগুলোর বাইরেও সারাদেশের ১৫০০ এর বেশি স্থানে সম্পূর্ণ বিনামূল্যে ও যত খুশি তত উই ওয়াইফাই এবং সর্বোচ্চ ১০০ জিবি পর্যন্ত ক্লাউড মেমোরি ব্যবহার এর সুযোগ পাবেন।

গ্রাহকরা এতে ৫০ হাজার গান, ১০০টি সিনেমা ও ৭৫ হাজার ছবি সংরক্ষণের জন্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।

শুধুমাত্র স্মার্টফোন ও ট্যাব এক্সপো উপলক্ষে এই অফারটি বৈধ ও চালু থাকবে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা