বিএফইউজের ভোটগ্রহণ চলছে

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ১২:১০

সাংবা‌দিক‌দের বৃহত্তম সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে শুরু হয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লা‌বে এবং ঢাকার বাই‌রে ১০টি কেন্দ্রে একযোগে সকাল ৯টা থে‌কে ভোটগ্রহণ শুরু হয়ে‌ছে। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে মোট চার হাজার ১৪১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, বগুড়া, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল ফারুক-শাবান-দীপ পরিষদ, অন্যটি জলিল-কাজল-মধু পরিষদ।

ফারুক-শাবান-দীপ পরিষদের সভাপতি ওমর ফারুক, মহাসচিব শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল। এর বাইরে সভাপতি পদে নির্বাচন করছেন মোল্লা জালাল।

নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ঢাকায় জাতীয় প্রেসক্লা‌বে সকাল থেকেই ভোটারদের উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গে‌ছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রার্থীরাও ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে ঘু‌রে ভোট চাইছেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিএফইউজের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানী শ্রম আদালতে মামলা করলে গত বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান নির্বাচন স্থগিতের আদেশ দেন।

কিন্তু ১০ জুলাই শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের নতুন এ তারিখ ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

ঢাকাটাইমস/১৩জুলাই/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :