আসছেন প্রধানমন্ত্রী, পাবনায় সাজসাজ রব

খাইরুল ইসলাম বাসিদ, পাবনা
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ১৭:৩৯

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে আরো একধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার (১৪ জুলাই) ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের’ দ্বিতীয় ইউনিটে প্রথম কংক্রিট ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিকালে পাবনা পুলিশ লাইন মাঠে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ৫১টি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাবনায় এখন সাজসাজ রব। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।

একদিকে পাবনার ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই’ অন্যদিকে পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘ঈশ্বরদী-পাবনা-ঢালারচর’ রেলপথ উদ্বোধন। এমন নানা উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শনিবার পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জেলাজুড়ে এখন সাজসাজ রব। ব্যানার, ফেস্টুন, আলোকজসজ্জা আর তোরণে পাবনা সেজেছে নতুন সাজে। পাবনা সার্কিট হাউজ, পুলিশ লাইনস মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। পাবনাবাসীর জন্য প্রধানমন্ত্রী আরো নতুন উন্নয়নের ঘোষণা দেবেন এমন প্রত্যাশা তাদের।

জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।

গেল বছরের ৩০ নভেম্বর ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’র প্রথম চুল্লি প্রথম কংক্রিট ঢালাই-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/১৩জুলাই/নিজস্ব প্রতিবেদক/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :