ইমরানের পাঁচ অবৈধ সন্তান, কয়েকজন ভারতীয়: রেহাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুলাই ২০১৮, ২০:৫২ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ২০:৪৩

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের পাঁচটি ‘অবৈধ’ সন্তান রয়েছে, তাদের মধ্যে কয়েকজন না কি ভারতীয়। এমনই বিস্ফোরক দাবি করেছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।

সাংবাদিক রেহাম তার আত্মজীবনী-তে দাবি করেছেন, ইমরানের সঙ্গে তার বিয়ের পর পাকিস্তান ক্রিকেট তারকাই তাকে জানায়, তার পাঁচ ‘অবৈধ’ সন্তান রয়েছে, যাদের পিতা তিনি।

‘রেহাম খান’ নামের বই-তে লেখিকা এও উল্লেখ করেছেন, ইমরানের ‘অবৈধ’ সন্তানদের মধ্যে কয়েকজন ভারতীয়ও রয়েছেন। এদের মধ্যে একজনের বয়স না কি ৩৪। রেহামের দাবি, এসব তথ্য তিনি জেনেছেন ইমরান খানের কাছ থেকেই।

যুক্তরাজ্য ও অনলাইনে কেনাকাটার প্রতিষ্ঠান আমাজনে গতকাল বৃহস্পতিবার তার বইটি প্রকাশিত হয়। বই প্রকাশিত হওয়ার পর ইমরানের ব্যক্তিগত জীবন, যৌনতা, নিয়মিত মাদক সেবনের অভ্যাস, চোরাচালান, জোর করে গর্ভপাতের অভিযোগ এই সবকিছু নিয়েই এখন চর্চা চলছে পাকিস্তানে। রেহামের বইয়ে ইমরানের সম্পর্কে এমনই কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্য এসেছে।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের আর কয়েকদিন বাকি। তার আগেই বিপাকে প্রাক্তন পাক ক্রিকেট তারকা।

রেহাম তার বইয়ে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশল নিয়েই নাকি ইমরান পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে লড়তে চান। তবে এতেই থেমে থাকেননি রেহাম। রেহাম লিখেছেন, বাড়িতে যা কাঁচাবাজার আসত, সবই নাকি জাহাঙ্গির তারিন বা তারিক ফজল চৌধুরির মতো কোনও কোনও নেতাই দিয়ে যেতেন। খাইবার পাখতুনখা প্রদেশে কাঠ মাফিয়াদের সঙ্গেও নাকি রীতিমতো যুক্ত ছিলেন ইমরান।

রেহামকেও বলেছিলেন, চোরাই কাঠ ব্যবহারের কথা। এরপরেই ইমরানের প্রতি বিদ্বেষ জন্মায় রেহামের।

মবি নামে এক পুরুষ বন্ধুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল ইমরানের। তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন, রেহাম এমনটাই লিখেছেন তার বইয়ে।

আত্মজীবনীতে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধেও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছেন রেহাম। দলের বিভিন্ন নেত্রীর সঙ্গে ইমরানের শারীরিক সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছেন রেহাম। উজমা কার্দার নামে এক নেত্রী নিজের যৌনাঙ্গের ছবি পাঠাতেন বিকৃতকাম ইমরানকে। তার উপস্থিতিতেই ইমরানের ঘনিষ্ঠ হতে বাধ্য করা হত উজমাকে, বইয়ে উল্লেখ রয়েছে এমনটাও।

গ্রেস জোনস নামে এক বিখ্যাত গায়কের সঙ্গে ইমরানের সম্পর্কের কথা রয়েছ বইটিতে। রয়েছে ইমরানের অজস্র পরিচয়হীন সন্তানের কথাও। অসংখ্য নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ইমরান। এদের মধ্যে অনেককেই জোর করে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন ইমরান, বইয়ে রয়েছে এমনটাও।

বইয়ে রেহাম লিখেছেন, ‘স্নরটিং কোকেন’, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ ছাড়াও নিষিদ্ধ মাদক সেবন করতেন ইমরান। প্রায়ই বাথরুমে সংজ্ঞা হারাতেন, বিস্মৃতির অসুখে ভুগতেন। এমনকি মাউথ-গার্ড ব্যবহার করতেন, যাতে মাদক সেবনের অভ্যাস কারও চোখে না পড়ে।নিয়মিত গাঁজাও খেতেন ইমরান। একবার তো নিজেকে ‘দিশেহারা নাস্তিক’ বলে পরদিন নাকি তা মনে করতেও পারেননি।

রেহামের বইয়ে উল্লেখ রয়েছে, ইমরান নাকি অভিশাপ দূর করতে কালো জাদুর অভ্যাস করতেন। রেহাম স্বচক্ষে দেখেছেন তা।

রেহাম জানিয়েছেন, ‘সচেতনতা’ বাড়াতেই তিনি এই বই লিখেছেন। তার নিজের জীবনের অভিজ্ঞতা বাকিদের সহায়তা করবে বলেই মত রেহাম খানের।

এনডিটিভি-কে দেয়া এক সাক্ষাৎকারে রেহাম খান জানিয়েছেন, ‘আমি আমার জীবনের ভুলগুলোই বই-তে তুলে ধরেছি। কেন ইমারানকে বিয়ে করেছি সেটা যেমন উল্লেখ করেছি, তেমনই এটাও লিখেছি কিছু বিষয়ে মেয়েদের অবশ্যই সচেতন থাকা উচিত। আমার উদ্দেশ্য ছিল কোনও ভুল পদক্ষেপ গ্রহণের আগে মানুষকে সচেতন করা।’

শুধু ইমরান খানই নয়, রেহাম খান তার বই-তে তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের ‘বিকৃত যৌনতা’র কথাও। এই কারণে ওয়াসিম আকরাম আইনি নোটিশ পাঠিয়েছেন রেহাম খানকে।

সূত্র: আনন্দবাজার ও জি নিউজ

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :